গৌরনদী
গৌরনদীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মা ইলিশ আহরন হতে বিরত থাকায় বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার বার্থী ইউনিয়নে দ্বিতীয় কিস্তির ৮০ জন জেলেদের মাঝে এপ্রিল ও মে মাসে প্রতি জেলেকে ৪০ কেজি করে ৮০ কেজি ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, ট্যাগ অফিসার ও আরডিও তুহিন হোসেন, ইউপি সচিব অভিনাষ বাড়ৈ সৌরভ, উপজেলা ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী মোঃ নুর আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।