বরিশাল
কর্মহীন মানুষের মাঝে আইনজীবি মনিরের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকার ঘোষিত লকডাউন ঘোষনা ও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনায় কর্মহীন হয়ে পরেছে নিন্ম আয়ের মানুষ। তাদের অনেকই মানবেতর জীবন যাপন করছে। এ সব কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করেন গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, গৌরনদী উপজেলা বি এন পি নেতা, ঢাকা জর্জ কোর্ট ও বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট এস, এম মনিরুজ্জামান মনির।
তিনি তার নিজ গ্রাম কটকস্থল গ্রামের ৭৮ টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া ১ কেজি মুড়ি ১ কেজি খেজুর বিতরণ করেন। এ ছাড়া ১২টি পরিবারকে নগদ এক হাজার করে টাকা প্রদান করেন । এস এম মনিরুজ্জামান ঢাকায় অবস্থান করায় তার পক্ষে ত্রাণ বিতরন করেন তার বাবা আলহাজ্ব মোক্তার হোসেন সরদার। আইনজীবি মনিরুজ্জামান বলেন, জাতীর ক্লান্তিলগ্নে আমাদের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব গরীব ও অসহায় মানুষের পাসে থাকা। আমি আমার সামর্থ অনুযায়ি কর্মহীন মানুষকে সহায়তা দিয়েছি।এ ধারা আগামিতে অব্যহত রাখতে সকলের কাছে দোয়া চাই।