বরিশাল
আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার উপর যুবলীগ নেতাকর্মীর হামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ত্রান দেওয়া ও কৃষকদের ধান কেটে দিতে ছাত্রদল কর্মীদের সংগঠিত করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের নেতার উপর গত বৃহস্পতিবার কতিপয় যুবলীগ নেতা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের নেতা লুৎফর রহমান মানিক মোল্লা (৩২) অভিযোগ করে বলেন, গত সোমবার আমি আগৈলঝাড়া বাজার এলাকায় কর্মহীন মানুষকে ত্রান দেই এবং কৃষান সংকট হওয়ায় কৃষকদের ধান কেটে দিতে সহায়তা করতে ছাত্রদল কর্মীদের সংগঠিত করার কার্যক্রম করি। বৃহস্পতিবার দুপুরে আমি বাড়ি ফেরার পথে আগৈললঝাড়া সদরে পৌছলে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের ১০/১২ জন যুবলীগ নেতাকর্মী হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হাসপাতালে যেতে চাইলে বাধা দেয়া হয় পরে প্রাইভেট চিকিৎসা নেই।