গৌরনদী
দ্বিতীয় পরীক্ষায়ও নারী চিকিৎসকের করেনা সনাক্ত, স্বামীর রিপোর্টেও পজেটিভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক করোনা সনাক্ত সেই নারীর দ্বিতীয় বারের পরীক্ষার রির্পোটেও করেনা পজেটিভ সনাক্ত হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে থাকা স্বামীর দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে অবস্থানকারীয় ৪ ব্যক্তির দেহে করোনা সনাক্ত হয়েছে। যার তিনজন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, আগৈলঝাড়া উপজেলার একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসকের (২৭) সর্দি জ্বর ও কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে গত ১৩ এপ্রিল তার করোনা সনাক্ত হয়। করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পরে নারী চিকিৎসক ওই রিপোর্ট প্রত্যাখান করে দ্বিতীয়বার পরীক্ষার উদ্যোগ নেন। পরে গত ১৪ এপ্রিল দ্বিতীয়বার নারী চিকিৎসকের ও তার সংস্পর্শে থাকা স্বামী, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান হয়। শুক্রবার রাতে হাতে পাওয়া রির্পোটেও নারী চিকিৎসক ও তার স্বামীর (২৯) করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই চিকিৎসক দম্পত্তি গৌরনদী উপজেলা সদরে একটি ভাড়াটে বাসায় বসবাস করতেন। বর্তমানে ওই দম্পত্তি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, গত ১৪ এপ্রিল গৌরনদী পৌরসভার সুন্দরদী (টরকী) এলাকায় এক সাবেক স্কুল শিক্ষিকার (৬৫) করেনা সনাক্ত হয়। বর্তমানে সে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে গৌরনদীর বাসিন্দা ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্রের গত শুক্রবার করোনা সনাক্ত হয়েছে। সে বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেণ। করোনা সনাক্ত হওয়ার দুই দিন আগে ওই মেডিকেল কলেজ ছাত্র কুমিল্লা থেকে বরিশাল পৌছেন। এ নিয়ে গৌরনদীতে ৪ করোনা রোগী সনাক্ত হল।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, সাবেক স্কুল শিক্ষিকার বাড়িসহ গৌরনদী পৌর সভার সুন্দরদী মহল্লার ৪০টি বাড়ি ও চিকিৎসক দম্পত্তির বাসস্থানসহ দক্ষিন বিজয়পুর খৃষ্ঠান পাড়ার ৬০টি বাড়ি লকডাউন করা হয়েছে।