বরিশাল
উজিরপুরে পাগলীর নবজাতকের ঠাই হল বেবীহোমে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা বাজারে পাগলীর নবজাতকের ঠাই হল বরিশাল বিভাগীয় শিশুনিবাস আগৈলঝাড়ার গৈলা বেবীহোমে। গতকাল মঙ্গলবার উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম শিশুটিকে বেবীহোমের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উজিরপুর উপজেলার শিকারপুর সোনার বাংলা বাজারে গত রোববার অজ্ঞাতনামা পাগলী (২৪) একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেয়। খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম জানান, শিশুটিকে উদ্ধারের পর তার নাম রাখা হয় মোঃ আরশ ইসলাম। পরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাসের নির্দেশে গতকাল মঙ্গলবার বরিশাল বিভাগীয় শিশুনিবাস কেন্দ্র আগৈলঝারা উপজেলার গৈলা বেবী হোমের তত্ত্বাবধায়ক শুশান্ত বালার কাছে হস্তান্তর করেন। গৈলা বেবী হোমের তত্ত্বাবধায়ক শুশান্ত বালা জানান, এখন থেকে আমরা শিশুটিকে আরশ ইসলাম নামে লালন পালনকরবো। তবে আদালতের মাধ্যমে কোন নিঃসন্তান দত্তক নিতে তার কাছে হস্তান্তর করা হবে।