বরিশাল
গৌরনদীতে ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনার কারনে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসায় এপ্রিল মাসের এক লাখ নয় হাজার টাকা ভাড়া মওকুফের ঘোষণা দিয়ে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন গৌরনদী পৌর সদরের ঐতিহ্যবাহী মৃধা পরিবার।
পহেলা বৈশাখের দিন (মঙ্গলবার) সকালে ভাড়া মওকুফের ঘোষণা করেছেন ওই পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। তিনি জানান, গৌরনদী বন্দরের মৃধা মার্কেটের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আটটি ভাড়াটিয়াদের কাছ থেকে তারা প্রতিমাসে এক লাখ নয় হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন। ওই টাকা দিয়েই তিনিসহ তাদের অন্যান্য ওয়ারিশদের মাসিক সংসার খরচ চলে। তিনি আরও জানান, চলমান করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিকিকিনিতে মন্দা চলছে। তারই সাথে বাসার ভাড়াটিয়ারাও ঘর বন্দি হয়ে পরেছে। এ অবস্থায় পরিবারের সকলের সিদ্ধান্ত মোতাবেক এপ্রিল মাসের ১৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসার এক লাখ নয় হাজার টাকার ভাড়া মওকুফ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ তার পরিবারের এ সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে।