গৌরনদী
শহীদ জিয়ার ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির গৌরনদী সহ -সভাপতি আঃ মান্নান খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক রফিক চোকদার, পৌরন যুবদলের সভাপতি নান্না খান, সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মাহিলাড়া ইউপি সাধারণ সম্পাদক আঃ রব, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকন, নলচিড়া সভাপতি সিরাজ খান, সাধারণ সম্পাদক হারুন সিকদার, বার্থী ইউপি সভাপতি কালাম খান, সাধারণ সম্পাদক বারেক সরদার, চাঁদশী ইউপি সভাপতি সিরাজ মেম্বার, বিএনপির দপ্তর সস্পাদক নজরুল ইসলাম, বাটাজোর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন বাবুল, সরিকল ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, খাঞ্জাপুর সাধারণ সম্পাদক লুৎফর হোসেন, যুবনেতা কবির হোসেন, আক্তার হোসেন, মাসুম, আলী হোসেন, রুহুল দিদার, বিশ্বজিৎ, রুবেল, এমদাদুল, শামীম হাওলাদার, স্বেচ্ছাসেবক আহবাযক মোঃ মিলন, যুদনেতা আঃ আবুল, আরাফাত, রিমন, ছাত্রনেতা আল মামুন খান, মনিরউজ্জামান, বেলাল, জাবেদ, সোহাগ, হানিফ, আলামিন, বাপ্পী, রাজ্জাক, আসিফ, অসিম গাজী, রহমান, বেলাল-২, আমানত, জুলহাস প্রমূখ। পরে অলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।