বরিশাল
উজিরপুরে হোম কোয়ারেন্টিনে নারায়নগঞ্জ থেকে আসা-২১৯ জন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ নারায়নগঞ্জে করোনা ভয়াবহতা ছড়িয়ে পরায় গত কয়েক দিনে নারায়নগঞ্জ থেকে ট্রালারযোগে দলে দলে গ্রামে ফিরছে হাজারো লোকজন। ফলে উজিরপুর উপজেলার প্রতিটি গ্রামে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। গত ৩দিনে নারায়নগঞ্জ ফেরত ২১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের কঠোর নজর দাড়িতে রাখা হয়েছে নারায়নগঞ্জ ফেরত লোকজনকে।
স্থানীয় লোকজন, গ্রামবাসি ও সংশ্লিষ্টরা জানান, নারায়নগঞ্জে করোনা ভয়াবহতা ছড়িয়ে পরায় গত ৭দিনে নারায়নগঞ্জ থেকে ট্রালারযোগে দলে দলে গ্রামে ফিরছে সহস্রাধিক মানুষ। এরা কেউ কেউ করোনা উপসর্গ নিয়ে আসছে। ফলে উজিরপুর উপজেলার মাদার্শী, পরমানন্দশাহ, হারতা, কালবিলা, কালিবাড়ি, রাখালতাসহ বিভিন্ন গ্রামে করোনা আতঙ্ক ছড়িয়ে পরে। বিক্ষুব্ধ গ্রামবাসি একাধিক বাড়িতে হামলা চালায়।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী বলেন, বিভিন্ন এলাকা থেকে আতঙ্কিত গ্রামবাসি বিষয়টি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানায়। নারায়নগঞ্জ ফেরত অনেকেই পরিচয় গোপন করে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তার পরেও আমারা স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে অনুসন্ধান করে এ পর্যন্ত ২১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখতে সক্ষম হয়েছি। বিক্ষুব্ধরা হারতা ও কালবিলায় নারায়নগঞ্জ ফেরত দুই বাড়িতে হামলা করেছে। ওই বাড়ির দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেণ, নারায়নগঞ্জ ফেরতদের খুজে বের করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। প্রয়োজন কিছু কিছু বাড়ি লকডাউন ঘোষনা করা হচ্ছে।