বরিশাল
উজিরপুরে ক্ষুধার্ত কুকুরের কামড়ে ২০ জন আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে দুইটি বেওয়ারিশ ক্ষুধার্ত কুকুরের কামড়ে ২০ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া শতাধিক গরু, ছাগল, হাস মুরগীকে কামড়িয়ে জখম করেছে। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন হাট বাজারের সকল দোকানপাট বন্ধ ঘোষনা করেছে। দোকানপাট বন্ধ হওয়ায় কুকুরের উচ্ছিষ্ট খাবার সংকট দেখা দেয়। ফলে গত ১৫/১৬ দিন যাবত বেওয়ারিস কুকুরগুলো না খেয়ে ক্ষুধার্ত হয়ে উৎপাত শুরু করেছে। কালিহাতা গ্রামের ফিরোজা বেগম (৩৮), নাসির উদ্দিন (২৭) জানান, গত কয়েক দিন যাবত বেওয়ারিশ কুকুরগুলো ক্ষুধার তাড়নায় মানুষকে দেখলেই ধাওয়া করে। রবি ও সোমবার দুই দিনে ক্ষিপ্ত কুকুরের কামড়ে গ্রামের শিশু নারী ও পুরুষসহ ২০ জনকে কামড়িয়ে গুরুতরভাবে আহত করেছে। আহত ইয়ামিন (৪), আকলিমা বেগম (৩০) সাকিব (৫), বকুলী বেগম (৬০), আসমাউল হোসেন (২৮), আরিফ (৮), নাজু (৬)মমতাজ বেগম (২৬), সাব্বির (১১) ও জুলহাসকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভতির্ করা হয়। অবস্থার গুরুতর হওয়ায ইয়ামিনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শতাধিক গরু, ছাগল, হাস মুরগীকে কামড়িয়ে জখম করেছে। স্থানীয় কয়েকজন জানান, তারা বেওয়ারিশ কুকুরকে মারার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বেওয়ারিশ ক্ষিপ্ত কুকুরের ভয়ে আতঙ্কে রয়েছে গ্রামবাসি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী বলেন, গত দুই দিনে বেওয়ারিশ ক্ষিপ্ত কুকুরের কামড়ে অসুস্থ্য ১০ জনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একজনকে বরিশাল পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিষেধক না থাকায় প্রত্যেক রোগীকে বরিশাল গিয়ে প্রতিষেধক নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।