বরিশাল
আগৈলঝাড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ দুটি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গতকাল শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রাম থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তা (এএসআই) ও বরিশাল -গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের সাবেক সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ সরকারের (৭০) গ্রামের বাড়িতে পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা আগৈলঝাড়া থানায় খবর দেয়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। সাবেক ওই পুলিশ কর্মকর্তা পরিবারসহ গৌরনদী সদরে বসবাস করেন। ওই দিন কেন কি কারনে গ্রামের পরিত্যক্ত বাড়িতে আসলো বিষয়টি পুলিশ ও পরিবারে কাছে স্পষ্ট নয়। বিষয়টি রহস্যজনক। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাবে। অপরদিকে স্থানীয়রা বরিশাল -গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ পরে থাকতে দেখেন। করোনা ভাইরাস আতঙ্কে স্থানীয়রা কেউই লাশের কাছে যায়নি পরে তারা পুলিশকে খবর দেয়। গতকাল শনিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়। মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধাকে স্থানীয় গত ৪/৫ দিন ধরে এলাকায় ঘুরতে দেখেন কিন্তু তার পরিচয় কেউ জানেন না।