গৌরনদী
গৌরনদীতে সেনাবাহিনীসহ সিভিল প্রশাসনের অভিযান তিনটি ব্যবসায়ী প্রতিষ্টানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনাভাইরাস প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকান পাট বন্ধ রাখা ও সড়কে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখা অভিযোগে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড অভিযান পরিচালনা করেন। এ সময় দোকান পাট খোলা রাখার অপরাধে উপজেলার টরকী বন্দরের লিলি ষ্টোররের মালিক আঃ রশিদকে ২০ হাজার, সততা ষ্টোরের মালিক বেল্লাল সিকদারকে ১৫ হাজার ও উজ্জল ষ্টোররের মালিক গোপাল সরকারকে ১০ হাজার টাকা সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ ছাড়া সরকারি নির্দেশ উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অন্যান্য সড়কে যান চলাচল করার অভিযোগে অনেককে সর্তকর্ করা হয়। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সাধন বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।