গৌরনদী
সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকার নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী মেজর জলিল সেতুর সন্নিকটে বুধবার বিকেল ৪টায় ভ্যনের সঙ্গে ওড়না পেচিয়ে এক স্কুল শিক্ষক গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিন গোবর্দ্ধন গ্রামের আব্দুল লতিফ সরদারের স্ত্রী ও উত্তর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমা আক্তার (৩২) বরিশাল থেকে রিকসাভ্যানযোগে গৌরনদী ফেরার পথে বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী মেজর জলিল সেতুর সন্নিকটে পৌছলে গলার ওড়না ভ্যানের চাকায় পেচিয়ে সড়কে পরে গিয়ে মাথায় আঘাত পান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাংলাধেশ শিক্ষক সমিতির গৌরনদী উপজেলা সভাপতি ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।