গৌরনদী
গৌরনদীতে বিদ্যুৎ লাইন নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন ॥ আটক ২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিদ্যুৎ লাইন নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর এলাকার ২ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ প্রদর্শনের করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ তোপের মুখে পড়ে। এ সময় টরকীর চর এলাকার বালু ব্যবসায়ী রিপন ও কার্তিককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের আওতায় টরকীর চর এলাকা থেকে কালকিনি উপজেলার চড়াইরকান্দি এলাকার বেদে পল্লীতে নতুন লাইন নির্মাণের কাজ শুরু করেছে। সম্প্রতি ঠিকাদারের শ্রমিকরা ওই এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের খুটি স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ঠিকাদারের শ্রমিকরা টরকীর চর এলাকার বনিআমিন শরীফ ও মজিবরের বাড়িতে এবং স্বপন খোন্দকারের জমির ভেতর বৈদ্যুতিক খুটি স্থাপনের কাজ শুরু করে। এসময় স্থানীয়রা বৈদ্যুতিক খুটি স্থাপনে বাঁধা দিলে কালকিনি উপজেলার চড়াইকান্দি’র বেদে পল্লীবাসীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে। এসময় টরকীর চর এলাকার ২ শতাধিক নারী-পুরুষ পুলিশের গতিরোধের জন্য রাস্তার উপর শুয়ে পড়ে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিল বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যাই। পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। বিক্ষুব্ধ এলাকাবাসীদের সরাতে চেষ্টা করেছি।