গৌরনদী
মাহিলাড়া ইউপি নির্বাচন-২০১৬ শরিফাবাদে নৌকা প্রতীকের উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি নির্বাচন উপলক্ষে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নৌকা প্রতীকের উঠান বৈঠক গতকাল শনিবার বিকালে পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ চাঁনমিয়া সিকদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি পৌর আ’লীগের সভাপতি মিয়া মনির হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আ’লীগ নেতা আবু সাঈদ নান্টু, মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, সহসভাপতি জালাল উদ্দিন সরদার, আবুল কালাম সিকদার, কৃষকলীগ নেতা রেজাউল করিম হারুন বয়াতী, যুবলীগ নেতা সিকদার মহসিন সেন্টু প্রমূখ।