বরিশাল
গৌরনদীতে কর্মহীন সাত শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে বরিশালের গৌরদনী পৌরসভার ২ নং ওয়ার্ডে সাত শতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান কর হয়েছে। এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।
রোববার দুপুরে পৌরসভার কসবা পূর্বপাড়া মহল্লার সমাজ সেবক মোঃ বরকত আলী খানের উদ্যোগে সাত শতাধিক পরিবারের মাঝে চাল, মশুরেরডাল, আলুসহ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, সমাজ সেবক মোঃ শওকত হোসেন খান, সাবেক কাউন্সিলর আব্দুল হাকিম খান, ওয়ার্ড আওয়ামীলেিগর সাধারন সম্পাদক খলিল খান, যুবলীগ নেতা ইউসুব আলী সিকদার, আলাউদ্দিন খান, ফারহান খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।