Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরের গুঠিয়ায় নির্বাচন কে কেন্দ্র করে বিএনপির প্রার্থী সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

    | ০৭:৪৭, জুন ০৩ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরের গুঠিয়ায় নির্বাচন কে কেন্দ্র করে বিএনপির মনোনিত প্রার্থী শাহীন হাওলাদার সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের। গত ১ জুন গুঠিয়ার বান্না গ্রামের মৃত খোরশেদ আলী সিকদারের ছেলে মোতালেব হোসেন সিকদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হানুয়া গ্রামের মৃত আপ্তু হাওলাদারের ছেলে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদার ও তার ভাই স্বপন হাওলাদার, সোহাগ হাওলাদার। বান্না গ্রামের মৃত মুনসুর সিকদারের ছেলে জাকির সিকদার, হানুয়া গ্রামের মৃত মতিমোল্লার ছেলে হানিফ মোল্লা, মোস্তফা মোল্লা, সিদ্দিকুর রহমান মোল্লা, মোস্তফা হাওলাদারের ছেলে আইয়ুব আলী হাওলাদার, বেলায়েত হাওলাদার, হাকিম হাওলাদার, জেনাগাজীর ছেলে সোহেল গাজী, মৃত মালেক মোল্লা ছেলে নজরুল মোল্লা সহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায় বাদী মোতালেব হোসেন সিকদার ১ জুন উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে উল্লেখ করেন ২৮ মে নির্বাচনের দিন সকাল সাড়ে ১০ টায় হানুয়া মতি মেম্বরের বাড়ীর সামনে উল্লেখিত আসামী সহ ২০/২৫ জন লোক কয়েকটি মটর সাইকেল যোগে এসে লাঠিসোটা, দাঁ, রামদা সহ দেশীও বিভিন্ন অস্ত্র,সস্ত্র নিয়া বাদীকে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা এলাপাথারী মারপিট করিয়া ফুলা যক্ষম করে। এ সময় তার সাথে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিকাল সোয়া ৪টায় দাবীর ছেলে নাইম সিকদারকে বিবাদীরা গুঠিয়া ব্রিজের উত্তর পাশে মারপিট করে। উজিরপুর মডেল থানার মামলা নং ০২/১৩০। এব্যাপারে উঠিয়া ইউনিয়ন পরিষদে সদ্য নির্বাচন হয়ে যাওয়া বিএনপির মনোনিত প্রার্থী শাহীন হাওলাদার সাংবাদিকদের মুঠোফোনে জানান আমার নির্বাচনে নিশ্চিত বিজয় দেখে প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে আমাকে হয়রানি করার জন্য এই মামলা দিয়েছে। মামলায় যাদেরকে স্বাক্ষী করা হয়েছে তারা নির্বাচনের দিন কিভাবে অন্য এলাকা থেকে এসে ঘটনার স্বাক্ষী হয়েছে আমার জানা নেই। বানারীপাড়ার চাখার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খিজির সরদারের ছেলে রাকিব সরদার ওই দিন পুলিশের হাতে আটক হয়েছি। যাহা নির্বাহী ম্যাজিষ্ট্রেড অবগত। বানারীপাড়ার বলহার গ্রামের মন্নান হাওলাদারে ছেলে মাহাবুব হোসেন তিনি ৬ নং স্বাক্ষী। এছাড়া নির্বাচনের দিন বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এই এলাকায় অবস্থান করছিল। ঘটনার ৪ দিন পরে মামলা দায়ের নিয়ে সন্দেহ রয়েছে। আমি উচ্চ আদালতের মাধ্যমে জামিনের জন্য চেষ্টা করছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান তোমালেব হোসেন সিকদার বাদী হয়ে শাহীন সহ ১২ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য গত ২৮ মে গুঠিয়া ইউনিয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে ১০ কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছে। ৩টি কেন্দ্রে গোলোযোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনিত প্রার্থী শাহীন হাওলাদার ৩ হাজার ২ শত ৭৭ ভোট এবং নিকটতম আওয়ামীলীগের প্রতিদ্বন্দি প্রার্থী ডাঃ দেলোয়ার হোসেন ২ হাজার ৯ শত ৪৩ ভোট পান। বিএনপি ৩ শত ৩৪ ভোটে এগিয়ে রয়েছে।

    Post Views: ১,৭৮৭

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
    • অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
    • গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
    • গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, বর-কনের   ৮০হাজার টাকা জড়িমানা
    • গৌরনদীতে দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী
    • সুস্থ্য জীবনে ফিরতে চায় মুরাদ
    • গৌরনদীতে দুই আওয়ামী লীগ নেতাসহ  গ্রেপ্তার-৭
    Top