গৌরনদী
গৌরনদী উপজেলা সুরক্ষায় একযোগে জীবাণুনাশক স্প্রে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় গৌরনদী পৌরসভা ও উপজেলার হাট ও বাজারে দিনভর জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সামনে থেকে কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র সদস্য জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ ও সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু উপজেলা প্রেসক্লাবের সহদপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ। এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, সাংবাদিক জিএম জসিম হাসান, উপজেলা প্রেসক্লাবের সদস্য পার্থ হালদার, এইচএম মোশারফ হোসেন, মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরেফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী ও মাসুদ সরদার। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইসরাত জাহান বলেন, পুরো উপজেলাকে সুরক্ষায় রাখতে পৌরসভাসহ উপজেলায় জীবাণুনাশক স্প্রে করার জন্য উপজেলা প্রেসক্লাবের এমন মহতি উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে।