বরিশাল
করোনা নিয়ে সচেতন করতে গিয়ে হামলার শিকার, ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কায় খেলাধুলা করতে নিষেধ করায় বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের কতিপয় যুবক রোববার রাতে একটি বাড়ির বসত ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট করেছে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়। বাড়ি ঘরে হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় ১৪ জনের নামউল্লেখসহ ২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে মোঃ তামিমের (২০) নেতৃত্বে রোববার বিকেলে ১৫/২০ কিশোর গাজিরপার জামে মসজিদ সংলগ্ন মাঠে ফুটবল খেলছিল। এ সময় বাদি একই গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে নাসির সরদার (৪৫) মাঠে গিয়ে লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকতে সরকারি নির্দেশনা বিষয় বুঝিয়ে খেলতে নিষেধ করেন।
নাসির সরদার অভিযোগ করে বলেন, আমি খেলতে নিষেধ করায় তামিমসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করে। পরের দিন সোমবার বিকেলে পুনরায় একই মাঠে খেলতে গেলে আমি তাদের পুনরায় নিষেধ করি। এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে তামিমের নেতৃত্বে সহযোগী জাহিদ হাসান (২৫), লাদেন (২১), ইমন হোসেন (১৮), ও শাওন (২১)সহ ২০/২২জন সন্ত্রাসী লাঠি সোঠা, রড, রামদাসহ ধারাল অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। এ সময় আমি বের হয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসত ঘর ব্যাপক ভাঙচুর করে এবং আমাকে পিটিয়ে জখম করে। আমাকে রক্ষায় আমার মেয়ে ইসরাত জাহান (২৪), বোন নাজমা (৩৫), আত্মীয় এ্যানি (৩৫) লিমনকে (১৭)পিটিয়ে আহত করে। হামলাকারীরা স্বর্নালংকার, মূল্যবান মালামাল ও নগত টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের বরাকোঠা ইউনিয়ন ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তামিম হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, মাঠে বসে আমাদের সঙ্গে ঝগরাঝাটি ও হাতাহাতি হয়েছে বাড়িতে হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় নাসির সরদার বাদি হয়ে তামিমকে প্রধান ও সহযোগী জাহিদ হাসান (২৫), লাদেন (২১), ইমন হোসেন (১৮), ও শাওন (২১)সহ ১৪ জনের নামউল্লেখ করে অজ্ঞাতসহ ২২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।