গৌরনদী
আগৈলঝাড়ায় দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসএম বালিকা বিদ্যালয় হলরুমে আগৈলঝাড়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার ২৫ জন দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. মাহাবুব মোল¬¬ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ। উপকরণ বিতরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কেএম আজাদ রহমান, এম আলম, শিক্ষক, সন্তোষ কুমার রায়, দেবতোষ বড়াল, ননী গোপাল সমদ্দর, সত্যরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ম-সম্পাদক রাজু হোসেন মোল¬¬া, শিমু হালদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নিশীতা জাহান, প্রকাশনা সম্পাদক বর্ণালী সরকার চৈতী, শিক্ষার্থী শারমিন সুলতানা প্রমুখ।