গৌরনদী
গৌরনদী প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশালের গৌরনদী উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন। তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন শনিবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী।
অসহায়, ছিন্নমূল ও নিন্ম আয়ের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ডাল, তৈল, আলুসহ নিত্যপ্রয়োনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, পর্যায়ক্রমে ৮০০ পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।