গৌরনদী
আগৈলঝাড়ায় হতদরিদ্র কর্মহীন ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউনের ঘোষনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার হতদরিদ্র কর্মহীন ও দুঃস্তদের মাঝে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউনের ঘোষনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার হতদরিদ্র কর্মহীন ও দুঃস্তদের মাঝে গতকাল শনিবার সকালে চাউল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পন্য বিতরন করা হয়। গৈলা ইউনিয়ন এলাকায় ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৮শত মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরন করা হয়।