বরিশাল
আগৈলঝাড়ায় চায়ের দোকানে আড্ডা, দোকানীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনা মোকাবেলা ও হোম কোয়ারেন্টিনে বাধ্য করাতে উপজেলার বিভিন্ন হাট বাজারে আড্ডাস্থলে অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এ সময় দুটি টেলিভিশন জব্দ ও জড়িমানা আদায় করেন।
আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম জানান, সরকারি নিষধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন চায়ের দোকোন টেলিভিশন প্রদর্শন ও আড্ডা চলছিল। গতকাল উপজেলার বাশাইল, ভালুকশী, মাগুড়া, চেঙ্গুটিয়া, রাংতা, গুপ্তেরহাট, পতিহার হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পতিহার বাজারে আব্দুর রব মোল্লার ছেলে চা বিক্রেতা আলাউদ্দিন মোল্লাকে ৫ হাজার টাকা, ভালুকশী বাজারে মোসলেম হাওলাদারের ছেলে চা বিক্রেতা জালাল হাওলাদারকে ১ হাজার টাকা ও বাশাইল বাজারে জব্বার মোল্লার ছেলে চা বিক্রেতা পলাশ মোল্লাকে ১শ টাকাসহ মোট ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয় এবং দোকানে প্রদর্শিত টেলিভিশন জব্দসহ দোকান বন্ধ করা হয়।অভিযানে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত অংশ নেন।