Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে করোনা ছড়ানোর আতঙ্কে ট্রালারে হামলা, রক্তাক্ত জখম-৫

    | ১৭:৪৯, মার্চ ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনরা ছড়ানোর আতঙ্কে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের বানরীপাড়াগামি একটি ট্রালারে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার পালরদী নদীর টরকী এলাকায় সহ¯্রাধিক এলাকাবাসি হামলা চালায়। এ সময় ট্রালারের ৫ যাত্রী রক্তাক্তভাবে জখম হয়ে গুরুতরভাবে আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে মাইকিং করে জনতা ছত্রভঙ্গ করে আহত ট্রালার যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, সরকারি ঘোষনায় দেশে দুরপাল্লার বাস, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নারায়নগঞ্জের ট্রালার চালক ৩০/৩৫ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা নারায়নগঞ্জ থেকে বরিশালের বানরীপাড়া যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীবাহী ট্রলারটির জ্বালানী শেষে হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে পালরদী নদীর গৌরনদীর টরকী নামক স্থানে পৌছলে নদীর মধ্যে ট্রালারটি বন্ধ হয়ে যায়। এ সময় জ্বালানী গ্রহন করার জন্য টরকীর তীরে ফিরতে চাইলে ট্রালার ভর্তি যাত্রী দেখে প্রবাসী যাত্রী মনে করে করোনার ছড়ানোর অতঙ্কে প্রায় দুই হাজার বিক্ষুব্ধ লোকজন উপর্যপুরি ইট, পাটকেল ছুড়তে থাকে।
    কয়েকজন ট্রালার যাত্রী জানান, ট্রালার ভর্তি বিপুল মানুষের সঙ্গে টিভি, ফ্রিজ দেখে তীরের মানুষ প্রবাসী মনে করে করোনা ছড়ানোর আতঙ্কে হামলা চালায়। ট্রালার চালক আবু হানিফ জানান, নদীর তীরবর্তি এলাকাবাসির নিক্ষিপ্ত ইটের আঘাতে ৫ যাত্রী রক্তাক্ত জখম হয়। এদের সকলের বাড়ি বানরীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
    গৌরনদী মডের থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, সব কিছুর বন্ধের মধ্যে যাত্রীবাহী ট্রলারটি নদীর তীরে ভীড়তে দেখে করোনা ছড়ানোর আতঙ্কে তীরবর্তি এলাকার ২/৩ হাজার মানুষ জড়ো হয়ে ট্রালারটি তীরে ভীড়তে নিষেধ করে। নিষেধ না মানায় বিক্ষুব্ধরা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে হামলা চালায়। এ সময় ট্রালারটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে জ্জ জন যাত্রী রক্তাক্ত জখম হন। পুলিশ সময়মত ঘটনাস্থলে না পৌছলে প্রানহানির ঘটনার সম্ভবনা ছিল। পরে পুলিশ মাইকিং করে জনতা ছত্রভঙ্গ করে সরিয়ে দিয়ে ট্রালারটি তীরে এনে আহতদের চিকিৎসা ও জ্বালানী দিয়ে ছেড়ে দেন।

    Post Views: ৮১২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top