গৌরনদী
হোম কোয়রেন্টিনে থাকতে উদ্ধুদ্ধকরনে গৌরনদীতে ইউএনওর লুডু বিতরন
কোয়ারেন্টিইনে থাকার নির্দেশনা সারা দেশ ব্যাপি চলছে লকডাউন। সরকার হোম কোয়ারেন্টিইনে থাকার নির্দেশ দিয়ে ছুটি ঘোষনা করেছে। এ সময়ে সকলকে ঘরে থাকায় উদ্ধুদ্ধ করতে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারন মানুষের মধ্যে লুডু ও দাবা কোর্ট বিতরন করেছে।
দেশব্যাপি লকডাউনের প্রথম দিনে গৌরনদী উপজেলার হাট-বাজার, বিপনী কেন্দ্র বন্ধে সরকারি নির্দেশনার কার্যকারিতা পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ।এ ছাড়া এলাকা ঘুরে ঘুরে করোনা প্রতিরোধে গনসচেতনতামূলক প্রচারনা চালান এবং হোম কোয়ারেন্টিইনে থাকায় উদ্ধুদ্ধ করতে তিনি বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার মানুষের মাঝে লুডু, দাবা খেলার সামগ্রী ও দেড় শত কোর্ট বিতরন করেন। লুডুপ্রাপ্ত কয়েকজন জানান, একটি লুডু বা দাবা পাওয়া বিষয় নয়, বড় বিষয় হচ্ছে হোম কোয়ারেন্টিইনে থাকা উদ্ধুদ্ধকরনে ইউএনওর দেয়া এটি একটি প্রতীকি উপহার।এ ছাড়া ইউএনও ইসরাত জাহান গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ডে লেবার (যাদের আয় বন্ধ হয়ে গেছে) ৩ শত পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি ডাল প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারিহা তানজিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল।