গৌরনদী
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাস
প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের নির্দেশে লক
ডাউন করা
হয়েছে গোটা
বরিশাল। ফলে
দিনমজুর খেটে
খাওয়া মানুষ
থেকে শুরু
করে সকল
শ্রেনী ও
পেশার মানুষ
এখন ঘরমুখী।
বন্ধ হয়ে
গেছে জেলা-উপজেলার সকল
দোকানপাট। কর্মজীবিরা বেকার হয়ে পরেছেন। তাই অর্ধাহারে অনাহারে কাটছে তাদের দিন।
ঠিক এই
সময় বৃহস্পতিবার
সকালে সামাজিক
যোগাযোগ মাধ্যম
ফেসবুকে নিজের
নামের আইডিতে
জেলার আগৈলঝাড়া
উপজেলা ছাত্রলীগ
নেতা সাগর
সেরনিয়াবাতের একটি পোস্ট ইতোমধ্যে ব্যাপক
ভাইরাল হয়েছে।
ওই পোস্টে
তিনি (সাগর)
উল্লেখ করেছেন-গৌরনদী ও
আগৈলঝাড়া উপজেলার
যার ঘরে
খাবার থাকবে
নাই, সে
আমাকে খবর
দিন, আপনাদের
ঘরে পৌঁছে
যাবো” নিচে
তার ব্যবহৃত
০১৭১২-২০৩২৫৬
মোবাইল নাম্বর
দিযেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে
ছাত্রলীগ নেতা
সাগর সেরনিয়াবাতের
উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা
গেছে, ইতোমধ্যে
ছাত্রলীগ নেতা
সাগর সেরনিয়াবাত
দুই উপজেলার
প্রায় অর্ধশতাধিক
দুঃস্থ ও
অসহায় পরিবারের
মাঝে বিভিন্ন
খাদ্য সামগ্রী
ও মাস্ক
পৌঁছে দিয়েছেন।
বরিশালের জেলা
প্রশাসনের একাধিক কর্মকর্তা ছাত্রলীগ নেতা সাগর
সেরনিয়াবাতের এমনি উদ্যোগের প্রশংসা করেছেন।