বরিশাল
উজিরপুরে সাংবাদিককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের আটিপাড়া নামক স্থানে সোমবার রাত ১১টার দিকে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি সাকিল মাহমুদকে (৪৫) কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা। গুরুতরভাবে আহত সাংবাদিককে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামের মৃত বাবুল বেপারীর ছেলে ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি সাকিল মাহমুদ (৪৫) অভিযোগ করে বলেন, ঔষাধ কিনে উপজেলার জয়শ্রী থেকে ইচলাদী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া নামক স্থানে পৌছলে পূর্ব শত্রæতার জের ধরে আমার প্রতিপক্ষ সরকারি শিকারপুর শের ই বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিল মাহমুদ আউয়ালের (৪০) নেতৃত্বে তার সহযোগী শামীম সিকদার (৩৫) ও কবির হাওলাদার (৩৪)সহ ৫/৬ জন সন্ত্রাসী দুইটি মটরসাইকেল নিয়ে আমার মটরসাইকেলের গতিরোধ করে ধারাল রামদা নিয়ে আমার ওপর হামলা চালায় এবং পূর্ব পরিকল্পিতভাবে আমার ডান পা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি শিকারপুর শের ই বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিল মাহমুদ আউয়াল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমাকে মিথ্যা মামলা দিয়ে করার উদ্দেশ্যে আমার অভিযুক্ত করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা অব্যহত রয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।