বরিশাল
উজিরপুরে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামের সন্ধ্যা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, উপজেলার গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামের সন্ধ্যা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসি। তারা পুলিশকে খবর দিলে উজিরপুর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক হাসান মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌছে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরাত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে জনৈক সাইফুল ইসলাম লাশটি তার স্বজন বলে সনাক্ত করে বলেন, লাশটি বানাড়িপারা উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের মৃত হারুন হাওলাদারের পুত্র মিলটনের (২৫) । মিল্টন স্বরুপকাঠী বন্দরে স্টিলের শিট ব্যাবসায়ী ।গত শুক্রবার থেকে মিলটন নিখোঁজ হন । নিখোঁজের ঘটনায় বানাড়িপারা থানায় একটি ডায়েরী করা হয়েছে।