গৌরনদী
গৌরনদীর হাট-বাজার চায়ের দোকান বন্ধে ইউএনওর নির্দেশ, হোম কোয়ারেন্টাইনের জন্য ৮টি স্কুল প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ঝুকি এড়াতে গৌরনদী উপজেলা সদর ও ৭টি ইউনিয়নের সকল হাট বাজারের চায়ের দোকান বন্ধের নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ ছাড়া গত তিন দিন ধরে অনিদৃষ্টকালের জন্য মাদারীপুরের কালকিনি সঙ্গে অভ্যন্তরীন ১২ টি নৌ ও সড়ক পথে সকল ধরনের যাতায়াত বন্ধ করে চেক পোষ্ট বসিয়েছেন। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় গৌরনদী ৮টি প্রতিষ্ঠান ভবনকে হোম কোয়ারেন্টাইন স্থাপনের জন্য নির্ধারন করে প্রস্তুত করা হচ্ছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, দেশের করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে এগুচ্ছে তাই পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির জন্য গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। এর মধ্যে গৌরনদী উপজেলা সদরসহ ৭টি ইউনিয়নের সকল চায়ের দোকান বন্ধ ঘোষনা করা হয়েছে। বিদেশ ফেরত ৪৩৫ জনকে খুজে খুজে বের করে এ পর্যন্ত ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য করা হয়েছে। বাকিদের খুজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গৌরনদীর সরিকল ইউনিয়নে কুড়ির চর সাইক্লোন সেন্টার, নলচিড়া ইউনিয়নে পিংলাকাঠী চিপারটাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাটাজোর ইউনিয়নে লক্ষনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বার্থী ধানডোবা সাইক্লোন সেন্টার, খাঞ্জাপুর ইউনিয়নে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদশী ইউনিয়নে দক্ষিন চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহিলাড়া ইউনিয়নে গেরাকুল সাইক্লোন সেন্টা ও পৌর সভা এলঅকার জন্য পশ্চিম শাওড়া সাইক্লোন সেন্টার হোম কোয়ারেন্টাইনর জন্য স্থান নির্বাচিত করে প্রস্তুুত করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, পাশর্^বর্তী মাদারীপুর জেলা করোনাভাইরাসের ঝুঁকিতে থাকায় মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী লোকজন যাতে গৌরনদীতে আসতে না পারে সেজন্য গৌরনদী ও কালকিনি উপজেলার সিমান্তবর্তী ১২টি স্থল ও নৌ পথে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে পুলিশের চেক পোষ্ট বসিয়েছে উপজেলা প্রশাসন। গত শনিবার বিকেল ৫টা থেকে ৬টি স্থল ও ৬টি নৌ পথে পুলিশ পাহাড়া বসিয়ে সকল ধরনের যানবাহন লোক চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী সকল খেয়া পারাপার বন্ধ রাখা হয়েছে। গৌরনদীতে হোম কোয়রেন্টাইনে থাকা বাড়িগুলো সনাক্ত করতে লাল পতাকা উত্তোলন নিশ্চিত করতে পুলিশের সঙ্গে আনসার ভিডিপিকে সম্পৃক্ত করে দায়িত্ব দেয়া হয়।