গৌরনদী
উজিরপুরে প্রবাসী সন্দেহে হামলা শ্বশুর জামাতাকে পিটিয়ে রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামে রোববার দুপুরে প্রবাসী সন্দেহে শরীয়তপুর জেলার এক ব্যবসায়ী ও তার জামাতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এলাকাবাসী । গুরুতরভাবে জখম শ্বশুর জামাতেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন আহত নিখিল দেউরীর বাবা নিত্যনন্দ দেওড়ী।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের নিত্যনন্দ দেওড়ীর বড় ছেলে নিখিল দেওড়ী (৩০) বিয়ে করেন শরীয়পুর জেলা সদরের পেয়ারপুর গ্রামের ব্যবসায়ী অনিমেষ মন্ডলের কন্যা রুম্পা রানী দেওড়ীকে (২০)। কচুয়ারপাড় গ্রামের নিত্যনন্দ দেওড়ী জানান, তার পুত্র বধূ রুম্পা রানী দেওড়ী ৭/৮ দিন পূর্বে একটি কন্যা সন্তান জন্ম দেন বর্তমানে পুত্রবধূ রুম্পা ও তার নবজাতক সন্তান অসুস্থ্য রয়েছে। বিষয়টি তার বেয়াই শরীয়তপুর গ্রামের অনিমেষ মন্ডলকে জানালে মেয়েকে দেখার জন্য গত বৃহস্পতিবার বেয়াই অনিমেষ মন্ডল তার বাড়িতে আসেন। রোববার দুপুর ১২টার দিকে বেয়াই নিজ বাড়ি শরীয়পুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান।
নিত্য নন্দ দেওড়ী অভিযোগ করে বলেন, বেয়াই অনিমেষ মন্ডল কচুয়ারপড় বাজারের সন্নিকটে পৌছলে দুপুর সাড়ে ১২টার দিকে হারতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও কচুয়ারপাড় গ্রামের সেবক বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (২০) সহদর শেখর বিশ্বাস (১৮) তাদের সহযোগী ঝন্টু বিশ্বাস (৩০) পথরোধ করে লিবিয়া ফেরত কেন এ গ্রামে আসছে জানতে চান। এ নিয়ে বেয়ারই সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আমার ছেলে নিখিল দেওড়ী তাকে (শ্বশুরকে) রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হারতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হামলাকারীরা মারধর করে বেয়াইর পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেন। এ ঘটনা তাৎক্ষনিকভাবে পুলিশকে জানিয়েছেন বলে তিনি জানান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল অহসান এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।