গৌরনদী
গৌরনদীতে সড়ক দূঘর্টনায় একজন নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদেরখালপাড় নামক স্থানে শুক্রবার অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আব্দুস সোবাহান বেপারী (৫৫) নামের এক মুসুল্লী নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার কটকস্থল সাউদেরখালপাড় গ্রামের সোবাহান বেপারী গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পারাপাড়ের সময় অজ্ঞাতনামা একটি বাস তাকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলেই সোবাহান মারা যান। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।