গৌরনদী
করোনা প্রতিরোধে কঠোরতা অবলম্বনের নির্দেশ বরিশাল বিভাগীয় কমিশনারের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা মোকাবেলায় করনীয় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরীর ভিডিও কনফারেন্স উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী ও উজিরপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিদেশ থেকে আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকবে বাধ্য করতে কঠোর হওয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি বরিশাল বিভাগীয় কশিশনার মোঃ ইয়ামিন চৌধুরী নির্দেশ দেন। সভায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, উজিরপুর উপজেলা চেয়ারম্যানআব্দুল মজিদ সিকদার, উজিরপুর নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসসহ উপজেলা ভাইসচেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, পুলিশ ও অন্যান্যরা। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, গৌরনদীতে ইটালী, জার্মান, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে ৪শত ৩৫ জন এসেছে তারা প্রায় সকলে আত্মগোপনে রয়েছে। অনুসন্ধান করে ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এদের খুজে বের করতে সকলের সহায়তা কামনা করেন।
উজিরপুর উপজেলা সবাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, উজিরপুরে ৩শত ৭৫ জন প্রবাসী ঢুকেছে। কিন্তু তারা পরিচয় গোপন করে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে ইতালী থেকে ২জন ও মালয়েশিয়া থেকে ৫ জনকে খুজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, বিদেশ ফেরত প্রবাসীর সনাক্ত করতে প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি, চৌকিদার, দফাদারসহ এলাকাবাসিকে বিদেশ ফেরত ব্যক্তিদের প্রতি নজরদারী রাখতে বলা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন ইসলাম চৌধুরী বলেন, আগৈলঝাড়ায় ৪শত ৩০ জনের একটি তালিকা পেয়েছি। বাড়ি বাড়ি সংশ্রিষ্ট কর্মী ও পুলিশ পাঠিয়ে তাদের অনুসন্ধান করা হচ্ছে। এ পর্যন্ত ৮ জনের খবর পেয়েছি। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় দুইজনেক ১১ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। এ তিন উপজেলার ইউএনও ও স্বাস্থ্র কর্মকর্তারা জানান, হোম কোয়ারাইন্টানে রাখা কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী ভিডিও বার্তায় প্রবাসীদের কোয়ারেন্টাইনে রাখতে ও বাজার দর নিয়ন্ত্রনে রাখতে কঠোর হওয়ার জন্য সকলের প্রতি নির্দেশ দেন।