গৌরনদী
বেবী হোমের তিন অনাথ শিশু আপন ঠিকানায়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল শিশু আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু শামীম আজাদের নির্দেশে বরিশালের আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের আশ্রিত তিন অনাথ শিশু ফিরে পেল আপন ঠিকানা। আদালতের নির্দেশে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তিন অনাথ শিশুকে সোমবার নিঃসন্তান তিন দম্পত্তির হাতে হস্তান্তর করেন ।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের অতিরিক্তি দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, বরিশাল শিশু আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদেশে ৭ মাসের অনাথ শিশু রোমনাকে নিঃসন্তান দম্পত্তি ফরিদপুরের মধুখালী উপজেলার তারাপুর গ্রামের শিক্ষক দম্পত্তি বিকাশ রঞ্জন বিশ্বাস ও বিথী রানী বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়। ২০১৯ সালের ১৭ আগষ্ট বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক মা শিশুটিকে জন্ম দিয়ে পালিয়ে যান। পরবর্তিতে সমাজসেবা অধিদপ্তরে শিশুটিকে গ্রহন করে রোমান নাম রেখে গৈলা বেবী হোমে পালন পালন করেন। একইভাবে আদালতের নির্দেশে বেবী হোমে আশ্রিত ৫ মাসের শিশু ফাহিমা আক্তারকে বরিশালের বগুড়া রোডের ব্যবসায়ী হায়াত উল্লাহ সিকদারের ছেলে নিঃসন্তান আনোয়ার হোসেন সিকদারের কাছে এবং ৪ মাসের অনাথ শিশু রোদোয়ন আহম্মেদ জিমকে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের খলিলুর রহমানের ছেলে মনিরুজ্জামান দম্পত্তির কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার মো. সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, সিনিয়র সাংবাদিক আবু সালেহ ওরফে টিটু।