বরিশাল
উজিরপুরে হোম কোয়ারেন্টাইনে ইতালী ফেরত এক যুবক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার পৌর শহরের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ইটালী ফেরত এক যুবককে। মঙ্গলবার তাকে স্বাস্থ্য কর্মীরা পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক অবস্থার খোজখবর নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তালিকা অনুযায়ি ইটালী, জার্মান, সিংঙ্গাপুর, ফ্রান্স, ইন্ডিয়া, স্পেনসহ বিদেশ থেকে গত সোমবার পর্যন্ত উজিরপুরে ঢুকছে প্রবাসীরা। এদের মধ্যে ইন্ডিয়া থেকে আসা সংখ্যাই বেশী।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তালিকা অনুযায়ি ইটালী, জার্মান, সিংঙ্গাপুর, ফ্রান্স, ইন্ডিয়া, স্পেনসহ বিদেশ থেকে উজিরপুরে ঢুকছে প্রবাসীরা। এদের মধ্যে ইন্ডিয়া থেকে আসা সংখ্যাই বেশী। ওই তালিকার কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য তালিকা ধরে মঙ্গলবার থেকেই আমরা স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি বাড়ি পাঠিয়ে খোজখবর নিচ্ছি এবং খুজে বের করে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করছি। ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গত সোমবার উজিরপুর পৌর শহরের নিজ বাড়িতে পৌছেন এক যুবক। খবর পেয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাব্যসাচীর নেতৃত্বে একটি মেডিকেল টিম ইটালী ফেরত প্রবাসীর বাড়িতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। ওই যুবক বলেন, করোনা ভাইরাসমুক্ত বিমান বন্দরের ছাড়পত্র নিয়েই তিনি বাড়িতে ফিরছেন। উজিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী আরো বলেন, ইটালী ফেরত যুবকের শরীরে কনোরা ভাইরাসের কোন লক্ষন উপস্থিতি পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, আমরা তালিকা এখনো হাতে পাইনি। বিদেশ থেকে দেশে এসে অনেকেই বিষয়টি গোপন করেন যে কারনে তাদের সনাক্ত করা কিছুটা দুরুহ। তারপরেও মাঠ পর্যায়ে প্রবাসীদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম অব্যহত রয়েছে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল-মামুন বলেন, তালিকা এখনো হাতে পাইনি তবে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা ইটালী প্রবাসী একজনকে সনাক্ত করেছে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ^ব্যাপী ছড়িয়ে পরা মহমারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গতকাল মঙ্গলবার গৌরনদী উপজেলার বেজহার বাইতুল আমান জামে মসজিদ মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আবু সাইদ চোকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় মুফাসসির পরিষদের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফি।