গৌরনদী
আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামে অজ্ঞান পার্টির এক সদস্যকে এলাকাবাসী গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলামের বাড়িতে শনিবার রাতে খাবারের সাথে চেনতানাশক দ্রব্য মিশিয়ে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে মাদারীপুর জেলার ডাসার থানার দর্জিপাড় গ্রামের তালেব বেপারীর ছেলে রুবেল বেপারীকে ধরে ফেলে। এসময় বিক্ষুুব্দ এলাকাবাসী অজ্ঞান পার্টির ওই সদস্যকে গনধোলাই দিয়ে রাতেই পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার সকালে পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরন করেছে।