গৌরনদী
গৌরনদীতে ফের ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ২ ফেব্রæয়ারি ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি দোকান ভস্মীভূত হওয়ার রেস কাটতে না কাটতেই উপজেলা সদরে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ফের ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে বিলম্ব করায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ৪ ফায়ার সার্ভিস কর্মীকে মারধর করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে।
গৌরনদী ফায়ার ষ্টেশনের ইনচার্জ আব্দুস ছালাম জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের গয়নাঘাট এলাকায় ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নুরুল হক বেপারীর দোকানে বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে। তারা দ্রæত সময়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের অদক্ষ কর্মীরা পাম্প চালু করতে বিলম্ব করে। পরে স্থানীয়রা পাম্প চালু করেন। এ সময় ক্ষুব্ধ ব্যাবসায়ীরা ফায়ার সার্ভিসের ৪ কর্মীকে মারধর। পরে পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে জাহাঙ্গীর ভূইয়ার ব্যাটারীর দোকান, নুরু উকিলের গ্রারেজ, নুরুল হক বেপারীর ফলের দোকান, সোহরাব হোসেনের পার্সের দোকান, মদিনা ডেকরেটর ও রিপন সরদারের হার্ডওয়ার দোকান ভস্মীভুত হয়। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে। গৌরনদী ফায়ার ষ্টেশনের ইনচার্জ আব্দুস ছালাম এ প্রসঙ্গে বলেন, যথা সময়ে কার্যক্রম শুরু করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়। দমকল বাহিনীর ৪ কর্মীকে মারধর করা প্রসঙ্গে বলেন, ২ ফেব্রæয়ারি আগুন নেভাতে ব্যার্থ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ৪ কর্মীকে লাঞ্চিত করেছে।
উল্লেখ্য গত ২ ফেব্রæয়ারি বাসষ্টান্ডে অগ্নকান্ডের সময় গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা পাম্প বিকল অজুহাত দেখিয়ে দুই ঘন্টায় আগুন নেভাতে ভূমিকা রাখতে পারেনি। এতে ৪০টি দোকান ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিন কর্মীরা ও এলাকাবাসি পোড়া দৃশ্য দাড়িয়ে দাড়িয়ে দেখেছে। পরবর্তিতে দুই ঘন্টার পর উজিরপুর ও বরিশাল থেকে আগত ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।