গৌরনদী
জেলার সেরা ওসি নির্বাচিত হওয়ায় গৌরনদী মডেল থানার ওসিকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বরিশালের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ারকে সম্মাননা প্রদান করা হয়েছে। ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার রাতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত ওসি মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ প্রমুখ। এসময় প্রেসক্লাবের সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আতাউর রহমান চঞ্চল, বিনয় কৃষ্ণ শিউলী, মাসুদ সরদারসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাংবাদিক নেতৃবৃন্দরা গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।