বরিশাল
আগৈলঝাড়ায় শিক্ষক সংকট দূরীকরনে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদানের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মৃনালিনী তালুকদার বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে গত ৫মাস যাবত প্রধান শিক্ষক পদটি শুন্য রয়েছে। এ বিদ্যালয়ে প্রায় দুইশত শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহতসহ বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে নানান সমস্যা সৃষ্টি হয়েছে। তাই জরুরী ভিত্তিতে প্রধান শিক্ষক যোগদানের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সদস্য রমেশ সরকার। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম অতি দ্রæততম সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদানের আশ্বাস দেন।