গৌরনদী
আগৈলঝাড়ায় দোল উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্নিমা বা হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এই পূর্নিমায় হিন্দু ধর্মীয় লোকজন এই অনুষ্ঠানের আয়োজন করেন। সোমবার সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নের হিন্দু প্রধান এলাকায় এই উৎসবে ছোট-বড় ও শিশুরা মেতে উঠেছে। সকল বাড়ির বড়রা মন্দিরে পূজা অর্চনা ও প্রসাদ বিতরন করে। শিশুসহ সকল বয়সের লোকজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবির মাখিয়ে এই উৎসব পালন করে।