বরিশাল
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে জখম, গাছ কেটে সাবার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুরে উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামে গত শনিবার বিকেলে বিভিন্ন প্রজাতির বাগানের গাছ কেটে সাবার করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার ৬জনের নামউল্লেখসহ ১৫ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, উজিরপুরে উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামের বিধান বিশ্বাসের সঙ্গে একই গ্রামের সুবোল বিশ্বাস গংদের দীর্ঘ দিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। বাহেরঘাট মৌজায় এস,এ ১০৩৪ নং খতিয়নের ১১৮০ নং দাগের ২৩ শতাংশ জমির রেকর্ডিয় মালিক ওই গ্রামের সত্তেশ্বর বিশ্বাস। সত্তেশ্বর বিশ্বাসের মৃত্যুর পরে তার পুত্র বিধান বিশ্বাস, সুধান বিশ্বাস দুই ভাই পৈত্রিক সূত্রে জমি ভোগ দখল করে আসছেন। কিছুদিন যাবত ওই জমির ২ শতাংশ মালিকানা দাবি করেন একই গ্রামের প্রতিপক্ষ সুবোল বিশ্বাস (৫০)। সম্প্রতি সময়ে সুবোধ গংরা জমি দখল করতে গেলে একাধিকবার সহিংসতার ঘটনা ঘটে। যা স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসা করা হয়।
বিধান বিশ্বাস (৪৫) অভিযোগ করে বলেন, ২০/২৫ বছর আগে দখলীয় জমিতে আমার বাবা সত্তেশ্বর বিশ্বাস ফলজ ও বনজ বাগান করে। যা বর্তমানে সম্পদে পরিনত হয়েছে। কিছুদিন যাবত প্রতিপক্ষ সুবোল গংরা জমি দখলের পায়তারা করে এবং বাগানের গাছ বিনষ্টের হুমকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে আসছিল। গত শনিবার বিকেলে প্রতিপক্ষ সুবোল বিশ্বাস (৫০) ও তার পুত্র শিমুল বিশ্বাস (২৫), শয়ন বিশ্বাস (২০) ১২/১৪ জন ভাড়াটে সন্ত্রাসী ধারাল দেশীয় অস্ত্রসাজে সজ্জিত হয়ে বাগানে হামলা চালায়। এ সময আমরা বাধা দিলে আমাদের মারধর করে এক পর্যায়ে আমার ছেলে অমিভাভ বিশ্বাসকে কুপিয়ে জখম করে। ধারাল অস্ত্র দিয়ে বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার ফলজ ও বনজ অর্ধ শতাধিক গাছ কেটে সাবার করে জমিতে নিজের দখল প্রতিষ্ঠা করে। এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে সুবোল বিশ্বাস বলেন, হামলা জখমের কোন ঘটনা ঘটেনি। আমাদের নিজ সম্পত্তিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষ বিধান এতে বাধা দেন। এ সময় ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় বিধান বিশ্বাস বাদি হয়ে প্রতিপক্ষ সুবোল বিশ্বাস (৫০), তার স্ত্রী সুলেখা বিশ্বাস (৪৫), পুত্র শিমুল বিশ্বাস (২৫), শয়ন বিশ্বাস (২০), কন্যা সুমা বিশ্বাস (১৭) পুত্রবধূ শিলা বিশ্বাসের (২২) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে গতকাল রোববার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।