গৌরনদী
গৌরনদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গতকাল বালুমাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নিবার্হী অফিসার মো: মাহাবুব আলম। প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন , গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব মো: মুসতাফা মাসুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন। এসময় উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,গৌরনদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউনন্সিলর মো: গোলাম আহাদ মিয়া রাসেল,৫ নং ওয়ার্ডের কাউনন্সিলর মো: রেজাউল করিম টিটু,সাংবাদিক মো: রফিকুল ইসলাম রনি,গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম ,দক্ষিন পিংলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সফিকুল আলম। বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপ (বিযয়ী দল বালিকা) দক্ষিন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে সাহেবেরচর চৌধুরী আবুল হাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যম্পিয়ন হয়।এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ (বিযয়ী দল বালক) নলচিড়া কোঅপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যম্পিয়ন হয়।