গৌরনদী
গৌরনদীতে অগ্নিকান্ডে দুইটি দোকান ভস্মিভূত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর ভেড়িবাঁধ বাজারে শুক্রবার রাতে অগ্নিকান্ডে দুটি দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানা গেছে, রাত ১০ টার দিকে বাজারের শাহীন হাওলাদরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্রে আগুন বাজারে ছড়িয়ে পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রেণে আনে। ততক্ষনে শাহীন হাওলাদারের কাপড়ের দোকান ও জালাল উদ্দিনের ্ঔষাধের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আব্দুস সালাম জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আগুনে দুই ব্যবসায়ীর প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।