গৌরনদী
উজিরপুরে উগ্র তাঁরা মায়ের মন্দিরের নবনির্মিত ভবন উদ্ধোধনে ভক্তদের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ি গ্রামে প্রায় হাজার বছরের প্রাচীন উগ্র তাঁরা মায়ের মন্দিরের নবনির্মিত ভবন উদ্ধোধন ও পূজা পাঠের মধ্য দিয়ে প্রতীমা স্থাপন অনুষ্ঠিত হয়। প্রতীমা স্থাপন ও ভবন উদ্ধোধনের অনুষ্ঠানটি ভক্তদের মিলন মেলায় পরিনত হয়। এ উপলক্ষে দেশ বিদেশ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক সহ¯্রাধিক ভক্ত ও অনুসারি আরাধনা অনুষ্ঠানে যোগদান করেন। দেড় কোটি টাকা ব্যায়ে মন্দিরটি অত্যধুনিক ভবন নির্মান ও মূল্যবান পাথর দিয়ে তৈরী সোনা, রুপায় সজ্জিত প্রতীমা স্থাপন করা হয়।
মন্দির কমিটির সদস্য ও অনুসারিরা জানান, সনাতন ধর্মের অনুসারিদের মতে দেবতাদের মতবিরোধে স্বর্গে দেবী তাঁরা মায়ের দেহাবশেষ ৫১ ভাগে খন্ডিত হয়েছিল। ওই খন্ডিত দেহাবশেষ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পরেছিল। যে সব স্থানে তাঁরা দেবীর খন্ডিত অংশ পরেছিল সেই সব স্থানে তাঁরা মায়ের মন্দির গড়ে উঠেছে । উগ্রতারা মূর্তি ও মন্দির নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী তাঁরার নাশিকাংশ (নাকের অংশ) পরেছিল বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ি গ্রামে। সেই বিশ্বাস থেকে তাঁরা দেবী (তাঁরা মায়ের) অনুসারি ও ভক্তরা হাজার বছর যাবত এখানে উগ্র তাঁরা মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করে আসছেন ।
উজিরপুর উগ্র তাঁরা মন্দির কমিটির সদস্য কাজল দাস জানান, মন্দিরটির সুনিদৃষ্ঠ বয়স সম্পর্কে কারো ধারনা নেই। তবে প্রবীনদের মতে হাজার বছর ধরে সনাতন ধর্মের উগ্র তাঁরা মায়ের ভক্তরা এখানে পূজা অর্চনা করে আসছে। যুগে যুগে এলাকার জমিদারা মন্দিরটি সংস্কার ও পুনঃ নির্মান করে গেছেন। সম্প্রতি সময়ে মন্দিরের শত বছরের পুরানো স্থাপনা ব্যবহার অনুপোযোগী হয়ে পরলে তা পুনঃ নির্মান ও আধুনিক ভবন নির্মানের উদ্যোগ নেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার উপ-কমিটির যুগ্ম সম্পাদক ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোেেকট বলরাম পোদ্দার, ও উজিরপুরের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা পিযুস কান্তি দাস। তারা দুজনে ব্যক্তিগত অর্থায়নে দেড় কোটি টাকা ব্যায়ে তাঁরা মায়ের মন্দির পুনঃ নির্মান করেন । নাট মন্দিরসহ (মূল মন্দির) মন্দিরের অত্যাধুনিক ভবন ও চত্বরের নকশা তৈরী করেন নারায়ন চন্দ্র দে। ২০১৮ সালে মন্দির পুনঃনির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শিংলা । মন্দিরটির জমির পরিমান ২.৫ একর। নবনির্মিত মূল মন্দিরটি ১.৫ একর জমির উপর নির্মিত। দেড় কোটি টাকা ব্যায়ে নতুনভাবে আধুনিক দৃষ্টিনন্দন ভবন নির্মান ও প্রতীমা স্থাপনের জন্য মুল্যবান পাথরের প্রতিমা তৈরী করা হয়। সোনা, রুপার অলঙ্কার দিয়ে প্রতীমাটি সু-শজ্জিত করা হয় উগ্র তাঁরা মায়ের মুর্তি।
আগত ভক্ত হরে কৃষ্ণ দাস (৮০), দেবাশীষ দাস (৪৫), সবিতা রানী বৈরাগী (৭০)সহ অনেকেই বলেন, প্রাচীন মন্দিরটির শত বছরের পুরাতন ভবন হষ্ট হয়ে যাওয়ার পরে দীর্ঘ দিন ধরে পরে থাকলে কেউই সংস্কারে এগিয়ে আসেনি। অবশেষে দুই সমাজসেবক বলরাম পোদ্দার ও ডাঃ পিযুস কান্তি দাস ব্যক্তিগত অর্থায়নে পুনঃ নির্মান করেছে। এতে আমরা তাঁরা মায়ের ভক্তরা খুবই খুশি। এ উপলক্ষে দেশে বিদেশ থেকে আসা ভক্তদের জমায়েত মিলন মেলায় পরিনত হয়েছে। আমরা সারা দিন ব্যাপি পূজা, অর্চনা, ভক্তদের মধ্যে ভাব বিনিময়সহ একে অপরকে আপন করে নেয়ার সুযোগ পেয়েছি।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেনদ্রীয় আওয়ামীলীগের প্রচার উপ-কমিটির যুগ্ম সম্পাদক ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোেেকট বলরাম পোদ্দার, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারি, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, মহিলা ভাইস চেয়ারম্যান শীমা রানি শীল, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা মোঃ সরোয়ার হোসেন, আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ডাঃ পিযুষ কান্তি দাস, মন্দির কমিটির তত্বাবধায়ক দেবাশীষ দাস, উজিরপুর উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সরদার সোহেল।