বরিশাল
আগৈলঝাড়ায় এক সঙ্গে তিন সন্তান জন্ম দিলেন এক নারী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের নরসুন্দর মিঠুন সিকদারের (৩৫) স্ত্রী রিংকু সিকদার (২৬) এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। মা সহ তিন সন্তান সুস্থ্য রয়েছে।
আগৈলঝাড়া উপজেলা সদরের দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডাঃ হিরন্ময় হালদার জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের নরসুন্দর মিঠুন সিকদারের স্ত্রী, এক সন্তানের জননী রিংকু সিকদার সন্তান প্রসবের বেদনা শুরু হলে সন্তান প্রসবের জন্য বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক ডাঃ আতিয়া পারভীনের তত্ত¡াবধানে গৃহবধূ রিংকু স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও জন্ম নেয়া তিন সন্তান সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে। এক সঙ্গে স্বাভাবিকভাবে তিন সন্তান প্রসব করে এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে রিংকু সিকদার।