গৌরনদী
গৌরনদীতে অগ্নিকান্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শন করেন সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের গৌরনদী উপজেলা সদরে রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান সম্পূর্ণ ও ১৪টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৫ জন আহত হয়েছে। সোমবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলকা পরিদর্শন করেন বরিশাল-১ আসনের সাংসদ, সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ইউএনও ইসরাত জাহানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন । সাংসদ, সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন ও তাদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন।