বরিশাল
আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আবদুল্ল¬াহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোটার দিবসের সভাপতি চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তালুকদার, একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক প্রমুখ।