গৌরনদী
আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থী ধর্ষনে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামে পঞ্চম শ্রেনির ছাত্রী ধর্ষনের ঘটনায় রোববার আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতার নানা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য বরিশাল পাঠিয়েছে। শিশুটি বেলুহার গ্রামে নানা বাড়ি থেকে পড়াশোনা করত।
নির্যাতিতার পরিবার, পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের পঞ্চম শ্রেণি ছাত্রী (১৩) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজার থেকে নিজ বাড়ি বেলুহার গ্রামে ফেরার পথে বেলুহার ভূইয়া বাড়ির পাশে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বেলুহার গ্রামের বেলাল ভুইয়ার বখাটে পুত্র অরুন ভুইয়া (২৫), কালাম সরদারের বখাটে পুত্র মাজেদ সরদার (২২) পথরোধ করে মুখ চেপে জোর পূর্বক অপহরন করে পাশ্ববর্তি একটি বাগানে নিয়ে যায়। বাগানে নিয়ে বখাটে অরুনের সহায়তায় বখাটে মাজেদ সরদার জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। স্থানীয় মাতুব্বরা বিষয়টি মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনা জানাজানি হলে শনিবার রাতে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আগৈলঝাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় ধর্ষিতা শিশুর নানা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য গতকাল রোববার সকালে বরিশাল পাঠিয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।