গৌরনদী
গৌরনদীতে শিক্ষা সফর ও সাংস্কৃতিক প্রতিযোগীতা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে শিক্ষা সফর, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শনিবার দিনব্যাপী খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে নানা কর্মসুচি পালন শেষে বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠান স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন সিকদার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক সরদার, স্কুলের পরিচালক নিলুফা ইয়াসমিন, রেক্টর প্রানতোষ কুমার দাস, ইতালী প্রবাসী আঃ হাকিম সিকদার। বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক আব্দুস সালাম, জ্যোৎন্সা দে, শিরিনা আক্তার, মিঠুন মিত্র, আসমা আক্তার, মমতাজ, সজল দাশ, রুমন শরিফ, হ্যাপি আক্তার প্রমুখ। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদে মাঝে পুরস্কার বিতরণ করেন।