গৌরনদী
উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য জোহান বাড়ৈ বিশূর বিরুদ্ধে ৭০ বছর বয়স্ক এক বিধুবা বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত বরিশাল জেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উজিরপুর সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত বিশ্বাসের স্ত্রী ফুলমালা বিশ্বাসের (৭০) লিখিত অভিযোগে জানা গেছে, উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ২০১৭ সাল থেকে ফুল মালা বিশ্বাসকে বয়স্ক ভাতার সুবিধাভোগী হিসেবে অর্ন্তভূক্ত করেন। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ফুলমালার ব্যাংক হিসাবের অনূকূলে ১৫ হাজার টাকা জমা হয়।
ফুলমালা বিশ্বাস অভিযোগ করে বলেন, বয়স্ক ভাতা শুর হওয়ার পরে পাশ বই মোরে না দিয়ে বিশূ মেম্বর নিজের ধারে আটকাইয়া রাহেন। ২৪ ফেব্রæয়ারি মেম্বর টাকা তোলার জন্য মোরে লইয়া হারতা কৃষি ব্যাংকে যান। ওইখানে বইয়া মোর কাছ থেকে সই নয়িা ১৫ হাজার টাহা উঠান। টাহা উঠাইয়া মেম্বর মোরে ৭হাজার ৫শত টাকা দিয়া বাড়ি যাইতে কন। মুই পুরা ১৫ হাজার টাকা চাইলে সে কয় ওই অর্ধেক টাহা আরেকজনকে দিতে অইবে। এই কইয়া আবার সাদা কাগজে মোর সই নেন। এ নিয়া বাড়াবাড়ি করতে নিষেধ করে ধমক দিয়া মোরে বাড়ি পাঠাইয়া দেয়। এ ঘটনায় গত ২৭ ফেব্রয়ারি ফুলমালা বিশ্বাস টাকা ফেরতসহ ইউপি সদস্যের বিচার দাবি করে বরিশাল জেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উজিরপুর সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য জোহান বাড়ৈ বিশূ অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা তোলা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে শুনেছি ফুলমালা আগের ভাতাভোগীর সঙ্গে টাকা ভাগাভাগি করে নিয়েছে। সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ খালেক আজাদ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি শুনেছি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পাওযা গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, আমি কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।