গৌরনদী
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সদস্য কবির মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সদস্য টেমার গ্রামের বিশিষ্ট কবি লেখক আব্দুল ওহাব খান (৮০) গত সোমবার রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালে বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে……….রাজেউন) । মৃত্যুকালে তিনি তিন পুত্র চার কন্যা রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমকেদনা জানিয়েছেন। গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়ার গৈলা চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, পৌষী প্রকাশনীর পরিচালক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক শিকদার রেজাউল করিম, সহ-সভাপতি সাঈদ বীন ভ’ইয়া পান্নু, মনীষ চন্দ্র বিশ্বাস, গৈলা কবিতা পরিষদের আহবায়ক কবি অবিচল আঃ মান্নান, আগরপুর উত্তরন সাহিত্য সংঘের সভাপতি কাজী বোরহান, সাধারন সম্পাদক অধ্যাপক আঃ হাকিম, বাশাইল সাহিত্য সংসদের আহবায়ক প্রভাষক দীনেশ জয়ধর, উল্লাস সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক শেখ খলিলুর রহমান, কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝরনা দাস লাবনী, চায়না দেবনাথ, সোহরাবক শরীফ।