বরিশাল
উজিরপুরে ভিক্ষুক পূর্নবাসনে ভ্যানগাড়ি নগদ অর্থ প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ভিক্ষুক মুক্ত দেশ গড়ার লক্ষে উজিরপুর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বুধবার প্রধানমন্ত্রীর তহবিলের অর্থায়নে হতদরিদ্র ভিক্ষুকদের পূর্নবাসনে ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ী, নগদ অর্থ ও চেক প্রদান হয়।
এ উপলক্ষে উজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের চত্বরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার। বিশেষ াতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন।
অনুষ্ঠানে ২ ভিক্ষুককে একটি করে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি, প্রত্যেককে নগদ ৯ হাজার করে টাকা প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ৮ জন ভিক্ষুককে ২৫ হাজার টাকা করে ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।